Latest News

ঢাবিতে বখাটেকে পিটুনি, পুলিশে সোপর্দ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং ও অশালীন মন্তব্য করায় এক বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আড্ডা দিচ্ছিলেন। তাদের পাশেই বহিরাগত আরাফাতসহ তার বন্ধুরাও আড্ডা দিচ্ছিলেন। এসময় আড্ডা থেকে আরাফাত ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে ছাত্রীদের উত্যক্ত করছিলো। ছাত্রীরা এর প্রতিবাদ করলেও আরাফাত তা কানে নেননি।

পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আরাফাতকে পিটুনি দিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে সেখান থেকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বহিরাগত আরাফাত আলী পুরান ঢাকার বংশালে আল রাজ্জাক হোটেলের পেছনে একটি বাড়িতে থাকেন। তার বাবার নাম আজম আলী সিকদার। তিনি ব্যবসা করেন বলে জানা গেছে।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, ‘একজন ইভটিজারকে ধরে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে আনলে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।’

বাংলামেইল২৪ডটকম/

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com