Latest News

ন্যাশনাল ক্রিকেট লীগে বড জয় দিয়ে শুরু লন্ডন টাইগার্সের

ইউকেবিডি ডেস্ক :: ব্যাপক উত্সাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে গত রবিবার শুরু হলো ন্যাশনাল ক্রিকেট লীগ, লন্ডন। প্রথম খেলায় লন্ডন এর শক্তিশালী ক্লাব লন্ডন টাইগার্স গতবারের রানার আপ ডায়মন্ড ক্রিকেট ক্লাবকে ৫২ রানে পরাজিত করে। টসে জিতে ফিল্ডিং এ নেমে শুরুটা ভালই ছিল ডায়মন্ড ক্রিকেট ক্লাবের। দিনের প্রথম বল এই তারা ফিরিয়ে দেয় লন্ডন টাইগার্স এর মালয়েশিয়ান ওপেনের ফারিসকে। তিন নম্বরে খেলতে নামা বেলাল এবং ওপর ওপেনার তামিম সাচ্ছন্দের সাথে খেলতে থাকলেও ৩০ রানের মাথায় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেলাল। এরপর মাহবুব-তামিম দৃঢ়তার সাথে প্রতিপক্ষের বোলারদের মোকাবেলা করতে থাকেন এবং ৭০ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় মাহবুব আউট হলেউ ৫ নম্বরে খেলতে নামা খালেদ চমত্কার বাটিং শৈলী দেখিয়ে ৯২ রানের জুটি গড়েন তামিম এর সাথে। দলীয় ১৯৩ রানের মাথায় ৩৫ রান করে খালেদ আউট হলেও ওপেনার তামিম করিম এর অসাধারণ ব্যাটিং শেষ হয় তার ব্যক্তিগত ৮২ রানের মাথায়। লন্ডন টাইগার্স তাদের নির্ধারিত ৪০ ওভার এ ২৩৪ রান করতে সমর্থ হয়. জবাবে ব্যাট করতে নেমে ডায়মন্ড ক্রিকেট ক্লাবের ওপেনাররা আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকে। লন্ডন টাইগার্স এর বোলার নোবেল লাইন এবং লেন্থ বজায় রেখে চাপের মুখে রাখলেও ওপর প্রান্তে মেসবাহর উপর চড়াও হয় ব্যাটসম্যানরা। ডায়মন্ড ক্রিকেট ক্লাবের ৪৫ এবং ৭০ রানের মাথায় পর পর দুবার আঘাত হানেন নোবেল। সুমন শরীফের নিয়ন্ত্রিত বোলিং একপাশ থেকে রানের চাকাকে আটকে রাখে। সুমন তার বাহাতি ঘুর্নিতে ৬.২ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ডায়মন্ড ক্রিকেট ক্লাব এর ইনিংস ১৮২ রান থামনোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল শাকিলের বোলিং শৈলী। শাকিল ৮ ওভার বল করে মাত্র ৩২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ডায়মন্ড ক্রিকেট ক্লাব এর অধিনায়ক তানভির করেন ৪৮ রান এবং রাহাত করেন ৩৮ রান। london%20ciric22.jpg লন্ডন টাইগার্স এর অধিনায়ক আয়াজ করিম বলেন, "যেকোনো আসরেই বড় দলকে হারানো আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। প্রিমিয়ার লীগ জেতার জন্য শুরুটা ভালো হওয়া ছিল খুব জরুরি। আশা করি এ জয়ের ধারা অব্যাহত রাখতে পারব"। লন্ডন টাইগার্স দলের প্রধান কোচ শহিদুল আলম রতন দলের এই সাফল্যে দলের সকল খেলওয়াড়কে অভিনন্দন জানান এবং লীগের অবশিষ্ট খেলাগুলোতে সাফল্য কামনা করেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com