Latest News

মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

ঢাকা: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার দুপুরে সদ্য সমাপ্ত নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর এ অভিনন্দন জানান তিনি। আওয়ামী লীগ সভাপতির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে ভারতের লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভারতের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন।’ উল্লেখ্য, ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলে ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। ফলাফল ঘোষণা হয় ১৬ মে। ফলাফলে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বাংলামেইল২৪ডটকম/ -

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com