Latest News

শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ‘তারকাঁটা’

ঢাকা: শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রটি। অ্যাকশন ও রোমান্টিক ঘারানার চলচ্চিত্রটি গেল সপ্তাহে সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়।
 
‘তারকাঁটা’ সর্ম্পকে  নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘গত ছয় মাস ধরে টানা পরিশ্রম করে চলচ্চিত্রটির কাজ শেষ করেছি। চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।’
 
পিংপং এন্টারটেইনমেন্ট প্রোযোজিত এ চলচ্চিত্রর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে রঙিন পর্দায় হাজির হচ্ছেন শুভ-মিম।
 
চলচ্চিত্রটি সর্ম্পকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘চলচ্চিত্রটির গল্প খুবই সুন্দর। কাজ করে আনন্দ পেয়েছি। আশা করি দর্শকদের ভালো সাড়া পাবো।’
 
এদিকে শুভ-মিম ছাড়া ‘তারকাঁটা’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ।
 
চলচ্চিত্রটির সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, কণা, আরফিন রুমি, পারভেজ, পূজা, নওমি, লিজা, খেয়া এবং ভারতীয় শিল্পী সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুছাল।
 
বাংলামেইল২৪ডটকম/

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com