Latest News

নাটকে নতুন জুটি সাব্বির-সুজানা

ঢাকা: ছোট পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা  মীর সাব্বির ও মডেল সুজানা। এবারই প্রথম তারা একসাথে টিভি নাটকে অভিনয় করলেন। জাকারিয়া সৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নির্মিত নাটকটির ‘কাজল বড় ভালো ছেলে।’ সম্প্রতি উত্তরায় নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।
 
নাটকে অভিনয় প্রসঙ্গে  অভিনেতা মীর সাব্বির বলেন,‘সাজ্জাদ সুমনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ নয়। ওর সাথে আমার বেশ ভালো টিউনিং হয়। সাজ্জাদ যত্ম নিয়ে নাটক নির্মাণ করেন। কাজল বড় ভালো ছেলে নাটকটির গল্প আমাদের অতিপরিচিত হলেও বিষয়টিকে নিয়ে এর আগে নাটক নির্মাণ হয়নি। সহশিল্পী হিসেবে সুজানা খুব ভালো করেছে। নাটকটি সবার ভালো লাগবে আশা করছি।’
 
মডেল অভিনেত্রী সুজানা বলেন,‘সাব্বির ভাইয়ের সঙ্গে এটা আমার  প্রথম কাজ। তার সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। খুব সহযোগিতা পরায়ণ তিনি। নাটকের গল্পটাও খুব সুন্দর। গতানুগতিকাতার বাইরে নাটকটি দর্শকপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি।’
 
বাংলামেইল২৪ডটকম/

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com