ঢাকা: মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে হামলার ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবার ও স্বজনরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।
আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে রাজনৈতিক কার্যালয় থেকে এ তথ্য জানা যায় । এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সঙ্গে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।