Latest News

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট এর কনফারেন্স অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক:
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে সমগ্র বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র বৃস্টল বাথ ও ওয়েষ্ট শাখার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছ। গত ১৮ই জুন বৃস্টলের স্পাইসে লাউঞ্জে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে বৃটেনের মিডল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, সোয়ানসী, নিউপোর্টসহ বিভিন্ন শহর থেকে সংগঠনেসর নেতা-কর্মীরা যোগ দেন।
বৃস্টল আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকুর সভাপতিত্বে এবং আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওয়াদুদ ও যুবলীগ জয়েন সেক্রেটারী মাহমুদ হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার, যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলসের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ। প্রধান বক্তা ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক।
কনফারেন্স সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম শামসুজ্জামান বাহারকে কনভেনার ও সাবেক ছাত্রনেতা খায়রুল আলম লিংকনকে সেক্রেটারী করে ৭১ সদস্য বিশিষ্ট জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র বৃস্টল বাথ ও ওয়েস্ট শাকখর কমিটি গঠন করা হয।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ড আওয়ামীলীগের সেক্রেটারী নুরুল ইসলাম বেলাল,গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন আলহাজ্ব মো: লিয়াকত আলী, বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সোয়ানসী আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম আবু সালেহ সুয়েব, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে নিউপোর্ট শাখার কনভেনার শাহ মো: শাফি কাদির, সেক্রেটারী আলহাজ্ব এম এ রউফ, সংগঠনের কার্ডিফের কনভেনার হাজী আসাদ মিয়া ও সেক্রেটারী জাহির উদ্দিন আলী, সংগঠনের বার্মিংহামের সেক্রেটারী সাংবাদিক জয়নাল ইসলাম, মিডল্যান্ডের কনভেনার সিতার আহমদ ও সেক্রেটারী মো: হিরন মিয়া, সোয়ানসীর ডেপুটি সেক্রেটারী ফেরদৌস রহমান, কার্ডিফের আওয়ামীলীগ লিডার আনকার মিয়া, আলহাজ্ব আবু বক্কর ওয়াকার, এম এ রউফ ও বঙ্গবন্ধ পরিষদ ওয়েলসের সভাপতি আলহাজ্ব মো: ছালিক মিয়া ও বৃস্টল কাউন্সিলের কাউন্সিলার মাহমুদুর রহমান সুলতান।
সম্মেলনে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বৃস্টল কাউন্সিরের কাউন্সিলার বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুর রহমান সুলতান, বেদার আহমদ চৌধুরী, সাবেক ভিপি রফিকুল ইসলাম পাটওয়ারী, প্রাক্তন ছাত্রনেতা অনন্ত রায়, খায়রুল আলম লিংকন, তাজ উদ্দিন খান, আরিফ উদ্দিন, রুহুল আমিন খান, সাইফুল ইসলাম, আলমগীর আলম, জাহাঙ্গীর হোসেন মান্নান, লোকমান হোসেন কাজী, কবির আহমদ, মোস্তাক আহমদ, আমিরুল ইসলাম বেলাল, রহমত আলী, আব্দুল কাদির, রকিব মনসুর, সুমন হোসেন, মকসুদ আলী, আব্দুল জলিল, জহির উদ্দিন চৌধুরী আহবাব ও আক্তার আহমদ প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com