সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি.
বিয়ানীবাজার পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ৩২ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৫’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ শে জুন পৌর মিলনায়তন কেন্দ্রে ভারপ্রাপ্ত প্রশাসক সিরাজ উদ্দিন সরাজ এ বাজেট ঘোষণা করেন। নতুন কোন কর আরোপ ছাড়া ঘোষিত বাজেটে উদ্ধৃত হিসেবে ৩৩ লাখ ৫৫ হাজার টাকা দেখানো হয়েছে। এতে রাজস্ব আয় ২কোটি ৫০ লাখ ৭২ হাজার ৫’শ টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৩৮ লাখ ২ হাজার ৫’শ টাকা প্রস্তাব করা হয়। ২০১৪-১৫ সালের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন আয় ৩০ কোটি ২৫ লাখ এবং উন্নয়ন ব্যয় ৩০ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা দেখানো হয়। বাজেট ঘোষণাকালে ভারপ্রাপ্ত প্রশাসক সিরাজ উদ্দিন সরাজ বলেন, পৌরবাসীর সহযোগিতা নিয়ে ঘোষিত বাজেট বাস্তবায়ন করা হবে। আগামী অর্থ বছরে বিয়ানীবাজার পৌরসভাকে একটি আধুনিক এবং আদর্শ পৌরসভা হিসেবে রূপ দেয়া হবে।
এ সময় পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জী, প্রকৌশলী পবি দে, হিসাবরক্ষক আব্দুল হাছিব প্রমুখ উপস্থিত ছিলেন।