Latest News

বাউল শিল্পী কালা মিয়াকে সংর্ধনা দিলো বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ ইন্ক

আনোয়ার হোসেন বাবর: বাংলা লোকজ সঙ্গীত শিল্পীদের অন্যতম জনপ্রিয় শিল্পী কালা মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ ইন্ক। গত ১১ জুন বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারে অবস্থিত নীরব রেষ্টুরেন্টে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্বর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট তোলে দেন। বাংলা লোক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী কালা মিয়ার এ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্টি বোর্ডের সদস্য আব্দুর রশীদ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ কবীর আনোয়ার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজ আহমেদ, এটিএন বাংলার সাংবাদিক চিং এষা, বৈশাখী টেলিভিশনের সাংবাদ পাঠিকা সোনিয়া সুইটি, বিওবিসির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন কামরান, বাংলাদেশ থেকে আগত বালাগঞ্জ থানার গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আইজীবি মোহাম্মদ শেখ মখলু, বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মীর্জা মামুন রশীদ, এন টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ আহমেদ, ব্যাডস্ এর সদস্য মো. বুরহান উদ্দিন, যুবলীগ নেতা জামাল বকস্, সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী প্রমূখ। সংবর্ধন সভা শেষে সংবর্ধিত অতিথি বাউল শিল্পী কালা মিয়া তাঁর জনপ্রিয় গানগুলো দিয়ে উপস্থিত দর্শকদের মন কেড়ে নেন। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি চলা এ বাউল শিল্পীকে মাঝে মধ্যে বিরতি দিতে গান গেয়ে সহযোগিতা করেন প্রবাসী জনপ্রিয় দুই শিল্পী জিল্লুর রহমান ও ইকবাল হোসেন।
সংগঠনের সভাপতি নাসরীন আহমেদ উপস্থিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, লোকগীতি আমাদের শিকড়। বাংলাদেশ কালচারাল সোসাইটি শিকড়ের সন্ধানে কাজ করছে। কালা মিয়ার মতো একজন গুণী শিল্পীকে আজকে আমরা সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে আপনাদের সহযোগিতার হাত অব্যাহত থাকলে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখবো। অনুষ্ঠানে শিল্পীকে তবলায় সহযোগিতা করেন দ্বীপ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে সার্বিক সহযোগিতা করেন বিওবিসির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন কামরান ও নীরব রেষ্টুরেন্টের কর্ণধার বখতিয়ার রহমান খোকন। উল্লেখ্য, শিল্পী কালা মিয়া বাংলা লোকগানের প্রবাদ পুরুষ শাহ্ আব্দুল করিমের কাছ থেকে দীক্ষা নিয়ে সিলেটের মরমী সুরের ধারায় নিজেকে সম্পৃক্ত করে সৈয়দ সুলতান, দীন ভাবানন্দ, সৈয়দ শাহনূর, শিতালং শাহ, রাধারমণ, হাসন রাজা, আরকুম শাহ, একলিমুর রাজা, শাহ্ আব্দুল করিম থেকে দূরর্বিন শাহসহ আরো অনেক মরমী গীতি কবি ও বাউলের গানকে বাংলাদেশ তথা গোটা বিশ্বে জনপ্রিয় ও সমাদৃত করেছেন। ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে বাঙালিদের কাছে আমাদের শীকড়ের গানকে পৌঁছে দিচ্ছেন মহান ব্রতী এই গুণি শিল্পী।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com