‘হয়রানির শিকার প্রিতি’
এসবিএন ডেস্ক : সাবেক প্রেমিক এবং ব্যবসায় অংশীদার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে হিন্দি সিনেমার অভিনেত্রী প্রিতি জিনটার মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে ৫ জনই প্রিতির অভিযোগ সত্য বলে নিশ্চিত করেছেন।
ওয়াদিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং জনসম্মুখে মানহানি করার মামলা দায়ের করেছেন প্রিতি। তার অভিযোগ অনুযায়ী ৩০ মে দক্ষিণ মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন জনসম্মুখে তাকে হয়রানি করেন কিংস ইলেভেন পাঞ্জাব দলের অপর মালিক নেস ওয়াদিয়া। প্রিতির তরফ থেকে প্রথমে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে বলা হলেও পরে কেআইপির এই মালিকের আইনজীবী নিশ্চিত করেন যে নারীর প্রতি সহিংসতার মামলা করা হয়েছে। মুম্বাই পুলিশ যাদের সাক্ষ্য গ্রহণ করেছে এরা সবাই ঘটনাস্থলে সে সময় উপস্থিত ছিলেন এবং এদের মধ্যে ৫ জন বলেছেন যে প্রিতির সঙ্গে হয়রানির ঘটনা ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শীদের পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ শেষেই নেস ওয়াদিয়ার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ। জি মিডিয়া ব্যুরো বলছে, সিসিটিভি ফুটেজ এবং
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন গ্যালারিতে বসার জায়গা না পেয়ে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন নেসের মা মৌরিন ওয়াদিয়া।নিয়ম অনুসারে গ্যালারিতে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ থাকে ক্রিকেট দলগুলোর মালিকদের জন্য। সেদিন সবগুলো সিট দখল করে খেলা দেখছিলেন প্রিতি এবং তার বন্ধুরা। যার ফলে প্রায় ২০ মিনিট জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে হয় নেসের মাকে। পরে খবর পেয়ে আসেন নেস আর প্রিতির সঙ্গে শুরু হয় তার বাকবিতণ্ডা।
‘হয়রানির শিকার প্রিতি’
Reviewed by spain bangla news
on
June 21, 2014
Rating: 5