Latest News

বিএনপিতে তোলপাড় জিয়ার কবর সরানোর পরিকল্পনা

ঢাকাবাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর রাজধানীর চন্দ্রিমা উদ্যান জাতীয় সংসদ ভবনের পাশ থেকে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার আর সরকারের পরিকল্পনায় বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে সৃষ্টি হয়েছে তোলপাড় দলটির বড় একটি অংশ মনে করছে আওয়ামী লীগ গত বছরে বিএনপির প্রতি যে বিরুপ আচরণ করেছে তাতে সরকার পরিকল্পনারও বাস্তবায়ন করতে পারে তাই তারা আগেভাগেই সরকার যেনো এহেন ন্যাক্কারজনক কাজ যেনো করতে না পারে সে বিষয়ে পরিকল্পনা মাফিক এগুতে বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র বাংলানিউজের কাছে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন, ধর্মীয় মতে, মাজার সরানো যায় কী না তা আমার জানা নেই তবে এইটা জানি মাজারের সম্মানার্থে তা সরানো হয়না ব্যস্ততম গুলিস্তানের গোলাপ শাহ মাজার তো রাস্তার মাঝখানে পাশ দিয়েই তো রাস্তা ওই মাজারটিকে তো সরানো হয়নি তিনি প্রশ্ন রেখে বলেন, দেশের জনগণ কী লীগ সরকারকে মাজার সরানোর দায়িত্ব দিয়েছে এটা কী সরকারের কাজ সরকারের তো উচিত জনগণের জন্য কাজ করা রকম হলে তো পরবর্তী সরকার এসে শেখ মুজিবের মাজার সরানোর কথা বলবে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com