Latest News

পাবলিক এ্যাডভোকেট লাতিশা জেমস্ এর সাথে বাংলাদেশী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

আনোয়ার হোসেন বাবর: গত ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায়, পাবলিক এ্যাডভোকেট লাতিশা জেমস্ এর সাথে বাংলাদেশী নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয় ম্যানহাটানের সেন্টার ষ্ট্রিটের পঞ্চম তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশী নেতৃবৃন্দ  নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, ঈদ হলিডে, বাংলাদেশীদের জন্য আলাদা সিনিয়র সিটিজেন সেন্টার স্থাপন, পেশাজীবী বাংলাদেশী ইমিগ্রেন্টদের জন্য পেশাগত দক্ষতার উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে ট্রেনিং দিক নির্দেশনা প্রদান, অটো ভোটার রেজিষ্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো উপস্থাপন করেন 
এসময় উপস্থিত ছিলেন- মাফ মেজবাহ উদ্দিন, মাজেদা উদ্দিন, নাসরীন আহমেদ, মো: গিয়াস উদ্দিন, মিনহাজ আহমেদ শাম্মু, ইভান খান, মোহাম্মদ পিয়ার, আব্দুল গাফফার চৌধুরী খসরু, মো: হোসেন, মোহাম্মদ আলম, ফখরুল ইসলাম দেলোয়ার, শেখ আমীন, পারভীন ওয়াদুদ, রুবাইয়া রহমান, মিলন রহমান, মামুনুল হক, মোরশেদ আলম, এন. মজুমদার প্রমূখ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com