আনোয়ার হোসেন বাবর: গত ১৯
জুন বৃহস্পতিবার সকাল ১০টায়, পাবলিক এ্যাডভোকেট লাতিশা জেমস্ এর সাথে বাংলাদেশী নেতৃবৃন্দের এক বৈঠক
অনুষ্ঠিত হয়। ম্যানহাটানের ১
সেন্টার ষ্ট্রিটের পঞ্চম তলায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশী নেতৃবৃন্দ নিউইয়র্ক
সিটির স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, ঈদ হলিডে, বাংলাদেশীদের জন্য
আলাদা সিনিয়র সিটিজেন সেন্টার স্থাপন, পেশাজীবী বাংলাদেশী ইমিগ্রেন্টদের জন্য
পেশাগত দক্ষতার উন্নয়নে স্ব স্ব
ক্ষেত্রে ট্রেনিং ও দিক নির্দেশনা প্রদান, অটো ভোটার রেজিষ্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন-
মাফ মেজবাহ উদ্দিন, মাজেদা
উদ্দিন, নাসরীন আহমেদ, মো:
গিয়াস উদ্দিন, মিনহাজ আহমেদ
শাম্মু, ইভান খান, মোহাম্মদ
পিয়ার, আব্দুল গাফফার চৌধুরী
খসরু, মো: হোসেন, মোহাম্মদ
আলম, ফখরুল ইসলাম দেলোয়ার,
শেখ আমীন, পারভীন ওয়াদুদ,
রুবাইয়া রহমান, মিলন রহমান,
মামুনুল হক, মোরশেদ আলম,
এন.
মজুমদার প্রমূখ।