এসবিএন ডেস্ক : ইউরোপের
বিভিন্ন দেশে রবিবার থেকে রোজা শুরু হবে ।শুক্রবার নতুন চাঁদ দেখা না যাওয়ায়
শনিবার রোজা রাখেননি ইউরোপ তথা যুক্তরাজ্যের মুসলমানরা । সৌদি আরবের মুসলমানরা রোববার থেকে
রোজা শুরু করছেন । ফলে রোববার থেকেই সেখানে রোজা শুরু হচ্ছে।সৌদি ঐতিহ্য অনুযায়ী
খালি চোখে চাঁদ দেখার পরই রোজা রাখা শুরু করেন সেখানকার মুসলমানরা। সৌদি আরব ছাড়া
আরো যেসব দেশে রোববার থেকে রমজান শুরু হচ্ছে সেগুলো হল:তিউনেশিয়া, আলজেরিয়া, লিবিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান মিশর, জর্দান, সুদান, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া ওমালয়েশিয়া।