এসবিএন স্পোর্টস ডেস্কঃ ইসলাম ধমের্র পবিত্র রমজান মাসে
দৈবক্রমে ফিফা বিশ্বকাপ মিলে যাওয়ায় ব্রাজিলের তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার সঙ্গে
মানিয়ে নিতে হবে বিধায় মুসলিম খেলোয়াড়দের ওপর প্রভাব পড়তে পারে।সর্বশেষ
১৯৮৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপ চলাকালে রমজান মাস পড়ল।
টুর্নামেন্টে প্রথম পর্বের ১৭তম দিনে সম্ভাব্য আগামী ২৯ জুন রমজান শুরু হবে এবং ২৮
জুলাই পর্যন্ত চলবে। রমজান মাসে ইসলাম ধর্মে সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন
কিছু খাওয়া,
পান করা, যৌনাচার এবং ধুমপান নিষিদ্ধ।ইসলামি নিয়মানুযায়ী এ সময়
দিনের বেলায় খাদ্য ও পানীয়ের বিষয়ে সীমাবদ্ধতা থাকায় টুর্নামেন্টে অংশ নেয়া মুসলিম
খেলোয়াড়দের ভাল পারফরমেন্সে বিঘ্ন ঘটতে পারে। যুক্তরাজ্যের এক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট
অনুযায়ী উল্লেখযোগ্য মুসলিম খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আইভরি কোস্টের তোরে
ভ্রাতাদ্বয় ইয়াইয়া ও কোলো, রোমা উইঙ্গার
গারভিনহো ও চেইক টিওটে। ফ্রান্স দলের সদস্য করিম বেনজেমা, বাকারি সাগনা, মামাডু সাকো এবং
মুসা সিসোকো। এছাড়া সবচেয়ে বেশী প্রভাব পড়তে পারে মুসলিম সংখ্যাগরিষ্টের আরেক দল
আলজেরিয়ার ওপর।
কিছু কিছু মুসলিম খেলোয়াড় পবিত্র এ মাসে খাওয়া ও পান করার জন্য
অনুমতি নিয়েছে আবার কিছু খেলোয়াড় পুর্ন নিয়মকানুন মেনে চলবে।তবে রিও-ডি-জেনেরিও’তে বর্তমানে
মাত্র ১১ ঘন্টা দিনের আলো থাকায় পবিত্র এ মাস পালন অনেকটা সহজ হবে। পর্যবেক্ষণের
জন্য জাতীয় দলের কোচদের কাছে আদর্শ সময় নয়। আইভরি কোস্টের কোলো তোরে বলেন, রমজানে তিনি আরো বেশী শক্তি পান বলে তার কাছে মানে হয়। রমজান
কিভাবে আমাদের আরো বেশী শক্তিশালী করে এটা বুঝতে পারা সত্যিই অবিশ্বাস্য।