Latest News

বার্মিংহামে ইনাথগঞ্জ কল্যাণ সমিতির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বার্মিংহাম প্রতিনিধি: সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নানা সিদ্ধান্ত এবং ইনাথগঞ্জে প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার জন্য সকলের সহযোগিতা কামনা করে ইনাথগঞ্জ কল্যাণ সমিতি বার্মিংহামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টপাপরপাস সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাথগঞ্জ এলাকার প্রয়াত সকল মুরব্বীয়ানদের রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। এতে বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাস করা প্রবাসী ইনাথগঞ্জবাসীরা যোগ দেন। ইনাথগঞ্জ কল্যাণ সমিতি বার্মিংহামের সভাপতি সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিফের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম মায়াজ। বক্তব্য রাখেন ইনাথগঞ্জ কল্যাণ সমিতি বার্মিংহামের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ,কমিউনিটি নেতা তাত্ত্বার উদ্দিন,নুর হোসেন,ইসলাম উদ্দিন,সাংবাদিক নাসির আহমেদ শ্যামল প্রমুখ। সবশেষে মিলাদ মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com