Latest News

বাংলাদেশকে সাথে নিয়ে ভারতের উন্নয়ন সম্ভব

এসবিএন ডেস্ক : বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ভারতের নতুন সরকার আন্তরিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

আজ বৃস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিতইন্ডিয়া বাংলাদেশ রিলেশন্স: ফ্রেমওয়ার্ক ফর কো-অপারেশনশীর্ষক সেমিনারে তিনি কথা বলেন।

বাংলাদেশকে ভারতের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র হিসেব আখ্যা দিয়ে সুষমা স্বরাজ বলেন, ‘বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের উন্নয়ন সম্ভব নয়। সার্ক প্রস্তাবিত বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত মিয়ানমারের অর্থনৈতিক জোট) কার্যকর করতে হলে অবশ্যই বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

লিখিত বক্তব্যে সুষমা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন। সময় সুষমা স্বরাজ বাংলাদেশের জনগণকে আসন্ন রমজানের শুভেচ্ছাও জানান।

বিসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, গওহর রিজভী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে ৪০ ঘণ্টার শুভেচ্ছা সফরে গতকাল বুধবার রাতে ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সফর শেষে আগামীকাল শুক্রবার দুপুরে তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com