সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার : ২৮শে জুন রোজ শনিবার বিয়ানীবাজার উপজেলার লাউতা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয় ।এতে
প্রধান
অতিথি
বিয়ানীবাজার
উপজেলার
নির্বাহী
কর্মকর্তা
মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বক্তব্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে,দেশের নেতৃত্ব তারাই দিবে। আমাদের প্রিয় মার্তৃভুমিকে সত্যিকার অর্থে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে তারাই। আর তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন,মুক্তিযোদ্ধাদের কারণেই এদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন স্বার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। বর্তমান প্রজন্মসহ আমাদের সবাইকে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধার সহিত সর্বোচ্চ আসনে আসীন করে রাখতে হবে। বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানের কোরআন তেলাওয়াত ও সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন নাথ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমদ, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমান্ডার ও সংবর্ধিত
অতিথি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নাট্য পরিচালক ও সংবর্ধিত অতিথি ইকবাল চৌধুরী, নাট্যকার ও সংবর্ধিত অতিথি সেলিম রেজা রুনু, আব্দুল মান্নান ও আব্দুল আহাদ,আবুল হাসনাত,আতাউর রহমান,খসরু পারভেজ মাছুম।