Latest News

মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত

সেলিম আলম, মাদ্রিদ: বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের এক সাধারন সভা গত ২৭ জুন অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাধারণ সভায় বিগত দিনগুলোর আয় ব্যয়সহ এসোসিয়েশনের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি এইচ এম রবিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায়
নতুন কমিটি গঠনের ব্যাপারেও আলোচনা করা হয়। এ ব্যাপারে নির্বাচন কমিশন গঠন করার পক্ষেও কথা বলেন উপস্থিত সদস্যরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আল মামুন, জলিল খান, নুর হুসেন পাটুয়ারী, ডাক্তার  দুলাল  আহমেদ, দুলাল শাফা, সাংবাদিক জহিররুল ইসলাম, আবুল হুসেন, জহিরুল ইসলাম নয়ন, সাংবাদিক বকুল খান, রিয়াজ উদ্দিন লুতফুর , জাকির হুসেন, আব্দুল দফুর ফরিদ, ফয়সল ইসলাম, আব্দুল কায়ুম সেলিম, আব্দুল অয়াহিদ প্রমুখ। বক্তারা বর্তমান কমিটির বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com