নুরুল ওয়াহিদ ফ্রান্স থেকে : বাংলাদেশী পন্য
রপ্তানী
ইউরোপে
বিস্তার
শীর্ষক
সেমিনার
অনুষ্টিত
হয়েছে
গত
কাল
ফ্রান্সের
প্যারিসে বাংলাদেশ বিজনেস
কন্সাল্টিং অফিসে।ফ্রান্সের বিজনেস
এক্সপার্ট ও বায়ারদের উপস্থিতিতে সেমিনারে বিনিয়োগ ও রপ্তানীর উপর গুরুত্ব আরোপ
করা হয়। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব ইকোনমির সভাপতি কাজি এনায়েত উল্লাহর
সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বানিজ্য মন্ত্রনালয়ের
সিনিয়র সচিব মাহবুব আহমদ। সেমিনারে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস
চেয়ারম্যান সুবাসিস বুস বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন।অনুষ্টানে ফ্রান্সে
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহিদুল ইসলাম ইউরোপে বাংলাদেশী পন্যের বাজার
সম্প্রসারনের উপর গুরত্ব প্রদান করেন।রপ্তানী বিনিয়োগের উপর গুরুত্ব শীর্ষক এই
সেমিনারে বায়ার ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের নিশ্চয়তার পাশাপাশি বহি বিশ্বে
বাংলাদেশের রপ্তানী উন্নয়নের লক্ষে বিবিসি ও ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব ইকোনমিক
চেম্বারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন চেম্বার অব ইকোনমির সভাপতি
কাজি এনায়েত উল্লাহ।তিনি মনে করেন সরকারী ও বেসরকারী যৌথ উদ্দ্যোগের সমন্নয় গঠানোর
পরিপ্রেক্ষিতে সম্ভব বাংলাদেশের সার্বিক রপ্তানীর উন্নয়ন।প্রধান অতিথি বানিজ্য
মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমদ বর্তমান রপ্তানী বানিজ্যের পরিস্থিতি তুলে
ধরেন এবং সরকারী উদ্যোগের ব্যাপক ব্যাবহারের মাধ্যমে বর্তমান সরকারের আগ্রহ তুলে
ধরেন।রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুবাসিস বুস বাংলাদেশের অতীত,বর্তমান এবং ভবিষ্যত কার্যকলাপ
তুলে ধরে বলেন, বাংলাদেশের জন্য রপ্তানী এখন সম্ভাবনার বিষয় নয়। রপ্তানী
বাংলাদেশের বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ এখন প্রতিয়োগীতা
মুলক ভাবে রপ্তানী করে যাচ্ছে। ইউরোপে রপ্তানীর তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এসময় ফ্রান্স বাংলাদেশ ইকোন্মিক চেম্বারের সাধারন সম্পাদক শরিফ আল মুমিন,টি
এম রেজা,মনপ্রি,সহ ফরাসী বেশ কয়েকটি সুপার সপের পরিনিধিরা উপস্থিত ছিলেন।