এসবিএন ডেস্ক. ভারতের বর্তমান সরকার বাংলাদেশে বিশেষ কোনো দল নয় জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চায় বলে জানিয়েছেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক শেষে সংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।শমসের মবিন চৌধুরী বলেন, সংবাদ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সরকার চায়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হোক। তবে ভারতের বর্তমান সরকার বিশেষ কোনো দল নয় বরং বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অগ্রহে এই বৈঠক অনুষ্ঠিত হলো। তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ভারতের নতুন সরকারকে পুনরায় অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ঐকমত্য গড়ে তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তাকে স্বাগত জানান। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শমসের মবিন চৌধুরী।বাংলাদেশে ৫ জানুয়ারি নির্বাচন এবং মধ্যবর্তী নির্বাচন বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও সুশাসন ছাড়া দেশে কোনো টেকশই উন্নয়ন সম্ভব নয় এই বিষয়টি খালেদা জিয়া সুষমা স্বরাজকে জানিয়েছেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তার পার্শববর্তী দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে এ অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে। বাংলাদেশ সফররত
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা
স্বরাজের সঙ্গে মতবিনিময় চলাকালে
১০ মিনিট একান্তে
বৈঠক করেছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাজধানীর হোটেল
সোনারগাঁওয়ে প্রায় পৌনে ১ঘণ্টার মতবিনিময়ের
শেষ ১০
মিনিট তারা
একান্তে এ
বৈঠকে মিলিত
হন।
মতবিনিময় সভায়
বিএনপির অন্যান্য
নেতারা উপস্থিত
থাকলেও ওই
বৈঠকে কেউ
উপস্থিত ছিলেন
না।
একান্তে সুষমার
সঙ্গে খালেদা
জিয়ার কী
কথা হয়েছে
এ নিয়ে
রাজনৈতিক অঙ্গনে
জল্পনা কল্পনা
চলছে।এর আগে
সকাল সাড়ে
১০টা থেকে
খালেদা সুষমার
বৈঠক শুরু
হয়।
এসময় দুই
দেশের স্বার্থ
সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের
মধ্যে কথা
হয়েছে বলে
বিএনপি নেতারা
জানিয়েছেন।এর আগে
বুধবার রাত
পৌনে ১১টার
দিকে এয়ার
ইন্ডিয়ার একটি
বিশেষ ফ্লাইটে
হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুষমা। শুক্রবার
তার দেশে
ফেরার কথা
রয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বেঙ্গল স্যুটের ৮২৪নং কক্ষে বিএনপির
চেয়ারপার্সনের সাথে বৈঠক শুরু হয়।এতে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এম মোর্শেদ খান, উপদেষ্টা রিয়াজ রহমান এবং সাবিহ আহমেদ উপস্থিত ছিলেন।সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, পররাষ্ট্র সচিব সুজাতা সিং, পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সৈয়দ আকবর হোসেন উপস্থিত ছিলেন।এদিকে বাংলাদেশের
তিনবারের প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার
সঙ্গে সুষমা
স্বরাজের সাক্ষাৎ
নিয়ে নানা
জল্পনা-কল্পনা
থাকলেও এটিকে
সাধারণ মত
ও শুভেচ্ছা
বিনিময় হিসেবে
বলছেন দলটির
নেতারা ।