Latest News

ব্রাদারহুডের ১৮৩ জনকে মৃত্যুদন্ডের আদেশ

এসবিএন ডেস্ক : মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বাদিই সহ দলটির ১৮৩ জনকে মৃত্যুদন্ডের আদেশ বহাল রেখে রায় দিয়েছে দেশটির আদালত শনিবার রাজধানী কায়রোর দক্ষিণের শহর মিনইয়ার আদালত রায় দেন খবর বিবিসি। খবরে বলা হয়, গত বছরের ১৪ আগস্ট মাসে আদওয়া পুলিশ স্টেশনে হামলায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কুতুব নিহতের ঘটনায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হওয়ায় রায় দেয়া হলো এসময় মুরসি সমর্থকরা সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাবেয়া আল আদিয়া নাহদা স্কয়ারে বিক্ষোভ করছিলো  মামলাটিতে গত এপ্রিল মাসে এক রায়ে ৬৮৩ জনকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন শনিবারের রায়ে ৬৮৩ জনের মধ্যে ১৮৩ জনের মৃত্যুদন্ড বহাল রাখা হলো এবং ৪৯৬ জনকে খালাস দেয়া হলো এদিকে, মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বাদিই এর বিপক্ষে এটিই একমাত্র মৃত্যুদন্ডের আদেশ নয় গত বৃহস্পতিবার দেশটির গিজা শহরের গত বছরের আগস্ট মাসে সংগঠিত সংঘর্ষের ঘটনায় করা একটি মামলাতেও তাকে মৃত্যুদন্ড প্রদান করা হয় 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com