ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে বার্মিংহাম থেকে প্রায় দশ হাজার পাউন্ড ফান্ড রেইজিং
মিজান রেজা চৌধুরী: বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর সিলেটের অসহায় দরিদ্র শারিরীক প্রতিবন্ধি মানুষদের আরো উন্নত চিকিৎসা ও সেবা দানের লক্ষ্যে সিলেট শহরে নির্মিতব্য ইকরা ইন্টারন্যাশনালের ইকরা একাডেমির নতুন ভবন নিমার্ণের জন্য বার্মিংহাম থেকে প্রায় দশ হাজার পাউন্ড ফান্ড রেইজিং হয়েছে। গত ১০ জুন বার্মিংহামের পেরিবারের রয়েল স্যুটে এক চ্যারিটি ডিনারে এই ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফান্ড রেইজিং এ ইকরা একাডেমির নতুন ভবন নিমার্ণের জন্য সাহায্য সংগ্রহ ছাড়াও শারিরীক প্রতিবন্ধিদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শণ করা হয়। চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ ও মিডল্যান্ডস প্রতিনিধি আজাদ আবুল কালামের স্বাগত বক্তব্যের পর চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই চ্যারিটি ডিনারে ইকরা ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন,ইকরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আব্দুল হক হাবিব,জনপ্রিয় টিভি উপস্থাপক আজমল মাশরুর,বৃটেন সফররত ইকরা ইন্টারন্যাশনালের বাংলাদেশের চেয়ারম্যান মুকতাবিসুন নুর। বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি আলহাজ্ব খসরু খান,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোঃ গাবরু মিয়া,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল প্রমূখ।
ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে বার্মিংহাম থেকে প্রায় দশ হাজার পাউন্ড ফান্ড রেইজিং
Reviewed by spain bangla news
on
June 27, 2014
Rating: 5