সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজারে মোটর সাইকেলের ধাক্কায় হারিছ আলী মনাই (৭০) নামক এক পথচারী নিহত হয়েছেন। গত ২৪জুন রাত ৯টায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হারিছ আলী মনাই কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারি গ্রামের মৃত ইছুব আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে হারিছ আলী মনাই বৈরাগীবাজারে ব্যক্তিগত কাজ শেষ করে বৈরাগীবাজার-বিয়ানীবাজার সড়ক পারাপারের সময় অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল (সিলেট-এ-১১ ২০ ১২) তাকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই মোটরসাইকেল ফেলে রেখে আরোহিরা পালিয়ে যায়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । বর্তমানে মটরসাইকেলটি থানা হেফাজতে আছে।