Latest News

বার্মিংহামে বাংলা কাগজের উদ্যোগে সংবর্ধনা : বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে কলেজ নির্মাণে সহযোগিতা করতে আহবান

বার্মিংহাম প্রতিনিধি: বৃটেন সফররত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী তাঁর এলাকায় একটি কলেজ নির্মাণে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি গত ১৯ জুন বার্মিংহামের এরডিনগটনের জিরা রেষ্টুরেন্টে তাঁর ও বার্মিংহাম সিটি কাউন্সিলের পূনঃনির্বাচিত কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই এর সম্মানে অনুষ্ঠিত এক সংবর্ধনায় এই আহবান জানান। ইংল্যান্ড,স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ এই সংবর্ধনার আয়োজন করে। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলা কাগজের ডাইরেক্টর ও উপদেষ্ঠাদের উপস্থিতিতে বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় সংবর্ধিত বিশ্বনাথ উপজেলার উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী জানান,ইতিমধ্যে আমেরিকা প্রবাসী কয়েকজনের সাহায্যে কলেজ নির্মাণের জন্য বেশ কিছু অর্থ সংগৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই বৃটেনেও দৌলতপুরে কলেজ নির্মাণের জন্য ফান্ড রেইজিং করা হবে।
সংবর্ধনায় অপর সংবর্ধিত ব্যক্তি বার্মিংহাম সিটি কাউন্সিলের পূনঃনির্বাচিত কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি’ই তাঁর বক্তব্যে তাঁকে আবারো বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে পুনঃনির্বাচিত করতে বাঙালী কমিউনিটি সর্বস্থরের মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃটেনের মূলধারার রাজনীতিতে বাঙালীদের বিভিন্নভাবে সম্পৃক্ত হবার আহবান জানান। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাছির আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী রয়েল স্যুটের ডাইরেক্টর আহমেদ ববি,এস কে এন চার্টার একাউন্টেন্টের ডাইরেক্টর কবীর খান,বার্মিংহাম বিএনপির সভাপতি জালাল চৌধুরী,প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মালিক চৌধুরী ও শেখ মোহাম্মদ আব্দুল গফুর বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোঃ গাবরু মিয়া,বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হোসেন,বার্মিংহাম জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,মিডল্যান্ডস খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সৈয়দ কবীর আহমেদ,কমিউনিটি ব্যক্তিত্ব ফয়েজ উদ্দিন এমবিই,আলহাজ্ব শাহ তালেবুর হোসেন ও আব্দুর রশীদ,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ফিরুজ খান ও মিডল্যান্ডস রিজিওনের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন,বাংলা কাগজের সাব-এডিটর কলামিষ্ট শেবুল চৌধুরী,বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,কলামিষ্ট শেবুল চৌধুরী,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ ও রিয়াদ আহাদ,বাংলা টিভি’র বার্মিংহাম প্রতিনিধি মোরশেদ চৌধুরী,সন্ধানি আর্ট ও কালচারাল গ্র“পের সহ-সভাপতি নাট্যকর্মী আজিজুর রহমান হীরন,বাংলা কাগজের উপদেষ্ঠা এস এম ওয়াহিদ,ডাইরেক্টর আব্দুল মুমিন চৌধুরী সুমন ও আলহাজ্ব ছুরুক মিয়া,সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী প্রমূখ। বক্তারা দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী ও বার্মিংহাম সিটি কাউন্সিলের পূনঃনির্বাচিত কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি’ই এর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। সংবর্ধনার শুরুতে অথিতিদের ফুলের তোঁড়া দিয়ে বরণ করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com