Latest News

মাদ্রিদে শবে ই বরাত ও নতুন মসজিদ উদ্বোধন

বকুল খাঁন, মাদ্রিদ: স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার(মসজিদ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র শবে-ই-বরাত বাদ মাগরিব মিলাদ মাহফিলের মাধ্যমে বাংলাদেশী অধ্যুষিত কারাবাকা রোডে এ মসজিদ যাত্রা শুরু করে। খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল খায়ের, সৈয়দ আশরাফুল হক, আব্দুল কাউয়ুম পংকি, বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুন, মিল্টন ভূইঁয়া কচি, কাইয়ুম আহমেদ মাশুক, রমিজ উদ্দিন, খায়রুজ্জামান জামান, নাজমুল ইসলাম নাজু, ইসলাম উদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ। উপস্হিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানা খলিলুর রহমান। মহিমান্বিত সৌভাগ্যের রজনী, পবিত্র শব-ই-বরাতের তাৎপর্য তুলে ধরে বয়ানে বলেন, মুসলমানদের জীবনে মহান আল্লাহ্ যে কয়টি রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন লাইলাতুল বরাত বা শব-ই-বরাত তার মধ্যে অন্যতম।মহান আল্লাহ তা-আলা এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের ভুল-ভ্রান্তি,পাপ-তাপের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। নফল নামাজ, জিকির আসকার, পবিত্র কুরআন তেলায়াওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনের পরিশুদ্ধতার জন্য।প্রবাসে বা বিশ্বে মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগীতে মগ্ন থাকেন মুসল্লিরা। শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন অনেকে। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com