Latest News

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন

সেলিম আলম, মাদ্রিদ:
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল ২৪ জুন মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষীদের কাছে চির অম্লান হয়ে থাকবেন বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত  চৌধুরী ইফতেখার মোমিনের সভাপতিত্বে ও ফার্স্ট সেক্রেটারি সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল এক অভূতপূর্ব মিল- বাংলাভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার প্রয়াস।
আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক  একে জহিরুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর  সাধারন সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, সহ সভাপতি  দুলাল সাফা, সাংবাদিক সেলিম আলম, জলিল খান, আবুল হুসেন, জাকির হুসেন, ফয়সল ইসলাম প্রমুখ। তবে আলোচনায় স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে কাউকে সুযোগ দেয়া হয়নি। এব্যাপারে কমিউনিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।
পরে রবীন্দ্র- নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন  শিল্পী বিপ্লব ও অন্যান্যরা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com