Latest News

বান কি-মুনের উত্তরসূরী হওয়ার ইচ্ছে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর

অনলাইন  : নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের উত্তরসূরী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন হেলেন ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেনহেলেন ক্লার্ক বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন২০১৬ সালে জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি-মুনের দ্বিতীয় মেয়াদ শেষ হতে যাচ্ছে
বান কি-মুনের উত্তরসূরী হতে চান কিনা দেশটির সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সকল শীর্ষ পদে নারীদের দায়িত্ব পালনের সময় এসেছে তবে ৬৪ বছর বয়সী হেলেন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা জানাতে অস্বীকার করেনতিনি জানান, এখনো ব্যাপারে কোনো কিছু ভেবে দেখার সময় আসেনি এবং তিনি যে দায়িত্বে আছেন তাই পালনেই মনযোগী হতে চান
২০১১ সালে ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ বান কি-মুনকে দ্বিতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত করে পদে আর কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেনি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com