Latest News

জরিমানা সহ ৮ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল

 ঢাকা: বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে বছরের জন্য নিষিদ্ধ ১০ লাখ টাকা জরিমানা করেছেন সংক্রান্ত বিশেষ ট্রাইবুনাল বুধবার বিকালে সাড়ে টায় ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি খাদেমুল ইসলাম এই রায় ঘোষণা করেনআশরাফুল ছাড়াও ঢাকা গ্লাডিয়েটারসের খেলোয়ার লু ভিনসেন্টকে বছর এবং শ্রীলংকার লুকোয়াচ্চিকে ১৮ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছেএছাড়াও ঢাকা গ্লাডিয়েটারসের মালিক শিহাব চৌধুরীকে ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা এবং ২০ লাখ টাকা জরিমানা ট্রাইব্যুনাল
অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আশরাফুলই একমাত্র ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দিয়েছিলেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com