
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এফ নার্স,মিস্টার এলেন নার্স, চেয়ার অব ক্যাসল বরম উইছ প্যারিস কাউন্সিলের পর্লিন আলেম,চেয়ার অব সলিহল লেবার পার্টি ডেইর্বিড,মিস্টার মিসেস বেইকার,মিষ্টার জর্জ আলেম,বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,আলহাজ্ব আব্দুল কাদির আবুল,আলহাজ্ব কামরুল হাসান চুনু,আলহাজ্ব আব্দুশ রশীদ, আলহাজ্ব মাফিজ খান,বিশিষ্ট ব্যবসায়ী বারী চৌধুরী,ড. মস্তফা মাহমুদ আলী এবং মিসেস আলী,মামুন রশীদ,প্রিন্সিপাল জহুরুল ইসলাম,মহিলা নেত্রী মিসেস পাশা,মিসেস নাজমা সিদ্দিকী,মিসেস শিলা হক, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় এক হাজার পাউন্ড ফান্ড রেইজিং করা হয় এবং সংগৃহিত অর্থ ভেলোরি ট্রেইলার এর হাতে তুলে দেওয়া হয়। সবশেষে মিসেস সেলিনা রশীদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।