Latest News

বার্মিংহামে আব্দুশ শহীদ ভূঁইয়া এবং বেগম নাজিয়া রশীদের উদ্যোগে ডেলোরি ট্রেইলার ট্রাস্টের সাহাযার্থ্যে মধ্যাহ্ন ভোজ

আব্দুল কাদির আবুল: পঙ্গু লোকদের সাহাযার্থ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ কেন্দ্রীক চ্যারাটি সংস্থা ডেলোরি ট্রেইলার ট্রাস্ট এর  ফান্ড রেইজিং এর জন্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুশ শহীদ ভূঁইয়া এবং বেগম নাজিয়া রশীদের ব্যক্তিগত উদ্যোগে তাদের বাসভনে এক মধ্যাহ্ন ভোজ এবং ফাণ্ড রাইজিং এর আয়োজন করা হয়। গত ১৭ জুন মঙ্গলবার অনুষ্ঠিত এই মধ্যাহ্ন ভোজ এবং ফাণ্ড রাইজিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলোরি ট্রেইলার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডেলোরি ট্রেইলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিহল কাউন্সিল এর সাবেক লড মেয়র জো টিলসলী। অনুষ্ঠানে সূচনা পর্বে বক্তব্য রাখন লেস্টার থেকে আগত ট্রাস্টের অন্যতম ট্রাস্ট মোকতার হোসেইন খোকন। স্বাগত বক্তব্যে আব্দুশ রশীদ ভূঁইয়া আগত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভেলোরী ট্রেইলর ট্রাস্ট বাংলাদেশে কিভাবে হতদরিদ্র লোকদের সেবা দিয়ে যাচ্ছে তার চিত্র তুলে ধরেন এধরনের মহৎ কাজে অংশ নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ফ্রান্সে নিযুক্ত সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ড. তজ্জামেল হক টনি এমবিই এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৃটিশ ও বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ভেলোরী ট্রেইলার তাঁদের প্রজেক্ট কি ধরনের সেবা দেয় তার বিশদ আলোকপাত করে এই ট্রাস্টে প্রবাসী বাংলাদেশীদের নানাভাবে সহযোগিতার কথা উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এফ নার্স,মিস্টার এলেন নার্স, চেয়ার অব ক্যাসল বরম উইছ প্যারিস কাউন্সিলের পর্লিন আলেম,চেয়ার অব সলিহল লেবার পার্টি ডেইর্বিড,মিস্টার মিসেস বেইকার,মিষ্টার জর্জ আলেম,বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,আলহাজ্ব আব্দুল কাদির আবুল,আলহাজ্ব কামরুল হাসান চুনু,আলহাজ্ব আব্দুশ রশীদ, আলহাজ্ব মাফিজ খান,বিশিষ্ট ব্যবসায়ী বারী চৌধুরী,ড. মস্তফা মাহমুদ আলী এবং মিসেস আলী,মামুন রশীদ,প্রিন্সিপাল জহুরুল ইসলাম,মহিলা নেত্রী মিসেস পাশা,মিসেস নাজমা সিদ্দিকী,মিসেস শিলা হক, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় এক হাজার পাউন্ড ফান্ড রেইজিং করা হয় এবং সংগৃহিত অর্থ ভেলোরি ট্রেইলার এর হাতে তুলে দেওয়া হয়। সবশেষে মিসেস সেলিনা রশীদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com