Latest News

কমিউনিটির কল্যাণে সেবা করার প্রত্যয়ে বার্মিংহামে কেমব্রিজ সলিসিটারস এর উদ্বোধন

খালেদ আহমেদ: কমিউনিটির কল্যাণে সেবা করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে  বার্মিংহামে ক্যামব্রিজ সলিসিটর ফার্ম এর অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১৬ জুন বার্মিংহামের টাইসলির ওয়ারউহক রোডের ৭৫৬ নং বিল্ডিং এ এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্যামব্রিজ সলিসিটর ফার্ম এর অফিস উদ্বোধন করেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এসের চেয়ারম্যান ও অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের চীফ এডভাইসর আহমেদুস সামাদ চৌধুরী জেপি,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জিয়াউস সামাদ চৌধুরী জেপি,পাকিস্থান হাইকমিশনের কন্সাল জেনারেল শের বদর খান। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে ক্যামব্রিজ সলিসিটর ফার্ম এর বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন সলিসিটার চৌধুরী কামিলা হাসিন রাহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্যামব্রিজ সলিসিটর ফার্ম এর নায়লা আক্তার ও ফাহমিদা আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজাম্মল হক টনি এমবিই,বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক পারভেজ,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ ও রিয়াদ আহাদ,বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বাংলা কাগজের ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,ফিশনেটের চেয়ারম্যান জহুর উদ্দিন একলিম,প্রবাসে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক মিসির আলী,কভেন্ট্রির বাঙালী কাউন্সিলর মায়া আলী,বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর ইদ্রিছ,লেবার পার্টির চেয়ারম্যান সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আব্দুর রশীদ,দৈনিক জং পত্রিকার খালেদ মাহমুমদ  প্রমূখ। উল্লেখ্য ক্যামব্রিজ সলিসিটর ফার্ম এ বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজি ভাষায় পরামর্শ দেওয়া হবে। তাছাড়া কেমব্রিজ সলিসিটার্স ঘরবাড়ি বেচাকেনা, মর্টগেজ, স্পন্সরশিপ, ওয়ার্ক পারমিট, ফ্যামিলি ম্যাটারস, ডিভোর্স, ইমিগ্রেশন এবং আরো বিভিন্ন বিষয়ে আইনের পরামর্শও দেবে।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com