নারায়ণগঞ্জে
সাত খুন
মামলার প্রধান
আসামি নূর
হোসেনকে গ্রেফতারের
কথা জানিয়ে
বাংলাদেশ সরকারের
কাছে আনুষ্ঠানিকভাবে
চিঠি দিয়েছে
ভারত।
বুধবার দুপুরে
সচিবালয়ে স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের
এ তথ্য
জানিয়ে বলেছেন,
ভারত সরকার
কলকাতায় নূর
হোসেন সম্পর্কে
আরো তথ্য
চেয়ে এ
চিঠি দিয়েছে। চিঠিতে
নূর হোসেনের
সহযোগীদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী বলেন, আমরা আগে জেনেছিলাম
নূর হোসেন
কলকাতায় গ্রেফতার
হয়েছে।
কিন্তু অফিসিয়াল
কাগজ না
পেলে আমরা
কিছু করতে
পারি না। তাকে
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে ভারত
চিঠি দিয়েছে। এখন
নূর হোসেনকে
ফিরিয়ে আনার
ব্যাপারে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া
হবে।
এর আগে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিরপুরের কালশীর
ঘটনা নিয়ে
উর্দূ স্পিকিং
পিপলস ইয়ুথ
রিহ্যাবিলিটেশন মুভমেন্ট নেতাদের সঙ্গে বৈঠক
করেন।
বৈঠকের বিষয়ে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কালশীর ঘটনায়
তারা কিছু
সন্দেহভাজন লোকের নাম দিয়েছে।
তদন্ত করে
দায়ি ব্যক্তিদের
বিচারের মুখোমুখি
করা হবে। এ
বিষয়ে তাদের
আশ্বাস দেওয়া
হয়েছে।’
তিনি বলেন,
‘পুলিশি হয়রানি
বন্ধ করার
দাবি জানিয়েছে
তারা।
এ বিষয়ে
তাদের আশ্বস্ত
করা হয়েছে। নিহতদের
স্বজনরা ইচ্ছা
করলে মামলাও
করতে পারবে।’ বিহারি
নিরাপত্তা নিশ্চিত করাসহ পুনর্বাসন না
করা পর্যন্ত
তাদের উচ্ছেদ
করা হবে
না বলেও
মন্ত্রী জানান।