Latest News

স্পেনের নতুন রাজা

এসবিএন অনলাইন ডেস্ক . ফিলিপ দে বর্বোন আনুষ্ঠানিকভাবে স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন।
সম্প্রতি ফেলিপের বাবা হুয়ান কার্লোস সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর বার্বোনের রাজা হওয়াটা ছিল সময়ের ব্যাপার।
বুধবার দিনের প্রথমভাগে ৭৬ বছর বয়সী বিদায়ী রাজা কার্লোস উত্তরাধিকারী ছেলে বর্বোনের কাছে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানোর আইনে সই করেন।
মাদ্রিদের রাজকীয় প্রাসাদে ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাজার পালাবদল সম্পন্ন হয়।
দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ও ওই আইনে সই করেন।
নতুন রাজা ষষ্ঠ ফেলিপহিসেবে রাজত্ব পরিচালনা করবেন।বৃহস্পতিবার দেশটির সংসদের অধিবেশন শুরুর আগে নিম্নকক্ষ ও সিনেটের প্রায় ৭শপ্রতিনিধি, পুরো মন্ত্রিসভা এবং শতাধিক বিশেষ অতিথির উপস্থিতিতে তাকে রাজা ঘোষণা করা হবে।
আর এরপরই ৪৬ বছর বয়সী বর্বোন (ষষ্ঠ ফেলিপ) রাজা হিসেবে তার প্রথম ভাষণ দেবেন।
রাজা ষষ্ঠ ফেলিপ ও রাণী লেতিজিয়ার বড় মেয়ে লেওনোর স্বয়ংক্রিয়ভাবেই সিংহাসনের উত্তরাধিকারী হয়ে যাবেন।
হুয়ান কার্লোস ১৯৭৫ সালের ২২ নভেম্বর সিংহাসনে আরোহণ করেছিলেন। ৪০ বছর দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি সিংহাসন ত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
৭৬ বছর বয়সী হুয়ান কার্লোস একসময় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭০ এর দশকে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র অবসানের পর তিনি স্পেনকে সহজ প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
কয়েক বছরের মধ্যে সাবেক রাজা কার্লোসের দেহে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়। আর এসব কারণে তার স্বাস্থ্যের অবণতি ঘটে, এ কারণেও তিনি সিংহাসন ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com