সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি
জাতিসংঘের অর্থায়নে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে নারী অধিকার বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জুন উপজেলা পরিষদ হলরুমে প্রটেকশন এনফোর্সমেন্ট অব উয়েমেনস রাইটস প্রকল্পের আওতায় ওয়ার্কশপ টু এনগেজ ইউথ এন্ড স্টুডেন্টস বিষয়ক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অধিকার রক্ষায় যুব সমাজ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে। নারীদের সহায়তায় প্রশাসন সবসময় সাথে আছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার সিনহার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ফারুক আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বেগম লিমা ও ইউপি চেয়ারম্যান মাহমদ আলী। কর্মশালায় বিয়ানীবাজার সরকারী কলেজ, আদর্শ মহিলা কলেজ, পিএইচজি হাই স্কুল, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, পিএইচজি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাছিব, বিয়ানীবাজার সরকারী কলেজের প্রভাষক আরিফুর রহমান, বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার প্রমুখ।