Latest News

বার্সেলোনার বিখ্যাত স্থাপনাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদে রূপান্তরের পরিকল্পনা !


এসবিএনডেস্কঃ কাতারের আমির ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বানানোর জন্য .০০ বিলিয়ন ইউরো দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে !বার্সেলোনার পৌর মেয়র খাভিয়ার টিরাসের সম্ভাব্য মূল্য নিয়ে বাজেট প্রকাশ কালে এ মন্তব্য করেন তবে তিনি নিশ্চত নন যে এক মুল্য ঠিক থাকবে ।পরে সংবাদ সম্মেলনে তথ্য গুলো বেরিয়ে আসে ।বার্সেলোনা ঐতিহ্যময় এ স্হানটিকে মসজিদ নির্মানে স্হানীয় খৃষ্টান সম্প্রদায় মেনে নিতে নিয়মিত প্রতিবাদ করে চলেছে ।তবে এ প্রকল্পটি এখন ও বাস্তবায়ন করা হয়নি ।বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে আলাপ আলোচনা করে সঠিক সিন্ধান্তে পৌছার জন্য অনেকে মনে করেন ।স্হানীয় অদিবাসীরা মনে করেন মসজিদ জন্য না অন্য কোন প্রকল্প তৈরীতে সকলের ঐক্যতা থাকবে বেশী ।বার্সেলোনার স্মারক ষাড়ের লড়াই মাঠটিকে ৪০ হাজার মানুষ ধারণক্ষমতা বিশিষ্ট মসজিদে রূপান্তরিত করবার সিদ্ধান্ত নিয়েছে নগর পরিষদ এটিকে মসজিদ বানানো হলে সম্ভবত এটাই হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ এখানে ৩০০ মিটার উঁচু মিনার থাকবে বলে ধারনা করা হচ্ছে তাহলে এটা মক্কা মদিনার পরে সারা পৃথিবীতে তৃতীয় বৃহৎ কাঠামো হতে যাচ্ছে স্পেনের বহুল পঠিত সংবাদ মাধ্যমগুলোতে  প্রকাশ করেছে   মসজিদে একটি কনফারেন্স ঘর, কোরআন পাঠের ঘর, ৩০০ জনের থাকার ঘর এবং ইসলামিক সভ্যতা ইতিহাসের একটি মিউজিয়াম থাকবে বার্সেলোনার পরিসংখ্যান দপ্তরের হিসেব অনুযায়ী ২০১২ সাল পর্যন্ত শহরে লক্ষের অধিক মুসলিম বাস করছে বলে খবর এসেছে বিশাল সংখ্যক জনগোষ্ঠী থাকা স্বত্বেও শহরটিতে মোটের উপরে হাতে গোণা কয়েকটি মস
জিদ আছে বলে জানা যায় বার্সেলোনার এই স্থাপনাটি ১৯১৪ সালে স্থাপিত হয়েছিল এখানে স্বনামধন্য অনেক শিল্পী কনসার্ট করেছেন, তন্মধ্যে বিটলস্অন্যতম ২০১০ সালে ষাড়ের লড়াই বাতিল ঘোষণা করা হলে এখানে পরবর্তিতে আর কোন লড়াই অনুষ্ঠিত হয়নি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com