Latest News

লন্ডনে ছাতক ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে সংবর্ধনা

বৃটেন সফররত ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু ও এডভোকেট সাহাবুদ্দিন কে সংবর্ধনা দিয়েছে ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। গত ১৭ জুন পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সবংর্ধনায় ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি যাইদুল আলম সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সবংর্ধনায় সংবর্ধিত অতিথি ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু ও এডভোকেট সাহাবুদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন বিসিএর সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, লন্ডন মহানগর আ্ওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা, সাধারন সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, কাউন্সিলার মাহবুব আলম  মামুন, সাবেক কাউন্সিলার  আব্দাল উল্লাহ, সাংবাদকি মোহাম্মদ আব্দুল কাইয়ুম,, নুরু ইসলাম, মুফতি আব্দুল ওদুদ লতিফী, ইলিয়াস হোসেন, লায়েক আহমদ। কয়েছ আহমদ, আবুল হোসেন, রফিক, আসকর আলী খান, জাহাঙ্গীর আলম সিমু, সোহেল আহমদ, মোহাম্মদ আলী রুহেল, জাকারিয়া আহমদ, আব্দুল তাহিদ প্রমূখ।  প্রেস বিজ্ঞপ্তি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com