এসবিএন ডেস্ক.ইরানকে ১-০ তে
পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা
চলাকালে আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন মেসি। এর আগে নির্ধারিত সময়ে কোনো
গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ে ইরানের জালে বল পাঠিয়ে গোলের দেখা পায়
আর্জেন্টিনা। বিশ্বকাপের ২০তম আসরে ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় লড়ছে
আর্জেন্টিনা এবং ইরান। প্রথমার্ধ শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। খেলার বেশিরভাগ সময়
বল মেসিদের দখলে থাকলেও জালে বল পাঠাতে পারেনি। অন্যদিকে ইরান নিজেদের রক্ষা করতে
ব্যস্ত ছিল। আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিনে যাবার জন্য শেষ ম্যাচ পর্যন্ত
অপেক্ষা করতে চাইছে না। আজই তিন পয়েন্ট নিতে চাইছে তারা, অন্য
দিকে প্রথম ম্যাচে ইরান এক পয়েন্ট পাওয়ায় পরবর্তী রাউন্ডের স্বপ্ন জিইয়ে রাখতে আজ
যে কোন ভাবেই পয়েন্ট চাইছে। আর্জেন্টিনা ফেবারিট হলেও ইরান কোনো ছাড় দেবে না। এর
আগে মাত্র এক বার দল দু’টি মুখোমুখি হয়েছিল। এক এক গোলে
ড্র হয় সে ম্যাচ।
আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)।
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)।
কোচ:
আলেজান্দ্রো সাবেলা
ইরান একাদশ
আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।
আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।