Latest News

স্পেন কি পারবে? চিলির সাথে লড়াইয়ে নামছে আজ

চার বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় স্পেনের শুরুটা ছিল কঠিন পরিস্থিতির উপর। শুরুতেই সুইজারল্যান্ডের কাছে ০-১ গোলে হেরেছিল। তবে সেই পরিস্থিতি উতরে বিশ্বকাপ জয় করেছিল স্পেন। আর এবারকার ব্রাজিল বিশ্বকাপে স্পেনের শুরুটাও চার বছর পূর্বের স্মৃতির সাথে অনেকটাই মিল। তবে এবারের পরিস্থিতি আরো করুণ। নেদারল্যান্ড্স এর কাছে ১-৫ গোলের লজ্জাজনক পরাজয়ে খেলোয়াড়দের মনোবলে কিছুটা কি ভাটা পড়েনি? তবে স্পেনের কোচ ভিসেন্তে দেল বোস্কে বলছেন, খেলোয়াড়রা গত শুক্রবারের স্মৃতি মুছে চাঙ্গা রয়েছে। আমাদের সামনের দু’টি ম্যাচ জিততে হবে। কঠিন এ পরিস্থিতিতে আজ স্পেন সময় রাত ৯টায় (বাংলাদেশ রাত ১টায়) চিলির সাথে লড়াইয়ে নামছে স্পেন।
গত শুক্রবারে নেদারল্যান্ড্স এর কাছে লজ্জাজনক পরাজয়ে পুরো স্পেনে সমালোচনার ঝড় বইছে। প্রথম রাউন্ড থেকেই কি স্পেনকে বিদায় নিতে হবে? এমন প্রশ্ন যখন সর্বত্র; তখন দলের খেলোয়াড় জাবি আলোনছো গত রবিবার বলেছেন, আমাদের বস (কোচ) জানেন কীভাবে জয় নিয়ে আসতে। আমাদের দলের প্রত্যেকের সামর্থ্যও আছে। জাবিদের বস কোচ ভিসেন্তে দেল বোস্কে অবশ্য প্রচুর পরিশ্রম দিচ্ছেন দলের জন্য। দলের প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলেছেন। একসাথে করেও বুঝাতে চেয়েছেন, এক হারে সব শেষ হয়ে যায় না। কোচ বলেছেন, ’সবাই অনুভব করছে, আমরা ব্যাপারটিকে ঘুরিয়ে দিতে পারি।’

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com