Latest News

ওবামার বিরুদ্ধে মামলার প্রস্তুতি



এসবিএন ডেস্ক :  সীমা লঙ্ঘন করে নির্বাহী আদেশে সিদ্ধান্ত বাস্তবায়নের অভিযোগে  ওবামার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির উত্থাপিত অভিযোগ ইতোমধ্যেই অনুমোদন করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সংবাদ বিবিসির যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে বুধবার ২২৫-২০১ ভোটে প্রস্তাবটি পাস হয়  রিপাবলিকানদের অভিযোগ, সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে বিভিন্ন সময়ে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন ওবামা এর ফলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার জন্য কংগ্রেসের আইন কর্মকর্তারা এখন কাগজপত্র তৈরি করবেন বহুল আলোচিত স্বাস্থ্যসেবা আইনের আওতায় ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে বেঁধে দেয়া সময় পিছিয়ে দেয়ার ক্ষেত্রেও তিনি সীমা লঙ্ঘন করেছেন বলে রিপাবলিকানদের অভিযোগ অন্য দিকে পুরো বিষয়টিকে উড়িয়ে দিয়ে ওবামা বলেছেন, মামলা করার এই উদ্যোগ সময়ের অপচয় ছাড়া আর কিছুই না সবাই দেখতে পাচ্ছে- এটা একটা রাজনৈতিক চাল বিরোধিরা যদি সব কাজেই বাগড়া দেয়, তবে কিছু কিছু কাজ তো আমাদের করতেই হবে প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারও রিপাবলিকানদের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com