Latest News

ইউরোপে নেকাবের ওপর নিষেধাজ্ঞা বহাল


 এসবিএন : ফ্রান্সে নেকাবের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার আদালত ২৪ বছর বয়সী ফরাসি এক নারীর দায়ের করার মামলায় এই রায় দেয়া হয় ফ্রান্সে জনসম্মুখে নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা তার ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে এই অভিযোগে মামলা দায়ের করেন তিনিফরাসি আইন অনুযায়ী জনসম্মুখে কেউ মুখ ঢাকে এমন কোনো কাপড় পরতে পারবে না। কেউ পরলে তাকে ১২০ ইউরো (বাংলাদেশি টাকায় ১৬ হাজার) জরিমানা গুণতে হয়। ২০১০ সালে সারকোজির রক্ষণশীল সরকারের আমলে এই আইনটি জারি করা হয় ইউরোপের এই দেশটিতে প্রায় ৫০ লাখ সংখ্যালঘু মুসলিম বাস করে। মুসলিম নারীদের মধ্যে অনেকেই নেকাব পরতে চাইলেও এই আইনের কারণে পারছেন না। ফ্রান্সের দেখাদেখি বেলজিয়াম, স্পেনের বার্সেলোনার কিছু অংশেও নেকাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com