Latest News

২২ জুলাই ‘‘বাংলা কাগজ’’ এর ইফতার মাহফিল সফল করতে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক আগামী ২২ জুলাই মঙ্গলবার বার্মিংহামের পেরিবারের রয়েল স্যুটে অনুষ্ঠিত হবে বৃটেন স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র ‘‘বাংলা কাগজ’’ এর ইফতার মাহফিল। বৃটেনের বাঙালী কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতি নিশ্চিত করে ইফতার মাহফিলকে সফল করতে ৬ জুলাই রোববার ‘‘বাংলা কাগজ’’ এর বার্মিংহামের সিক্্রওয়ে বিজনেস সেন্টারের কার্যালয়ে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুুতি সভায় বাংলা কাগজের ডাইরেক্টর,উপদেষ্ঠা ও সম্পাদনা পরিষদের সদস্যরা যোগ দেন। সভায় আগামী ২২ জুলাই মঙ্গলবার বার্মিংহামের পেরিবারের রয়েল স্যুটে অনুষ্ঠিত হতে যাওয়া ‘‘বাংলা কাগজ’’ এর ইফতার মাহফিলকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদ,আলহাজ্ব আব্দুল কাদির আবুল,আলহাজ্ব ছুরুক মিয়া ও আবুল চেধুরী সুমন,বাংলা কাগজের উপদেষ্ঠা আলহাজ্ব মাফিজ খান,এ এস এম ওয়াহিদ,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,কবি মফিদুল গণি মাহতাব ও আলহাজ্ব রইছ আলী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,কলামিষ্ট শেবুল চৌধুরী,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ ও রিয়াদ আহাদ,চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী  প্রমূখ। সভা থেকে বাংলা কাগজ পরিবারের সকল সদস্য ছাড়াও কমিউনিটির সকলকে ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com