এসবিএন
ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মহানগর মূখ্য হাকিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার পর স্টামফোর্ড ইউনিভার্সিটি পরিচালনা নিয়ে বিরোধের বিষয়টি আলোচনায় আসে। ড. হান্নান ফিরোজ এই বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। গত ১৯শে জুন সকালে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত এনামুল হক শামীমকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজের গাড়িতে করে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন তিনি। হাতে গুলি লেগে গুরুতর আহত হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শামীমের হত্যা চেষ্টার ঘটনা ধরা পড়ে একটি বেসরকারি হাসপাতালের সিসি ক্যামেরায়। শামীম হত্যা চেষ্টার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় ব্যবসায়িক বিরোধ থেকেই শামীমকে খুনের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতারা জড়িত বলেও জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তারকৃতরা।