এসবিএন ডেস্ক :বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম সম্পর্কিত দেয়া প্রতিবেদনের ব্যাপারে সুস্পষ্ট তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তথ্য দাতাদের নাম, পদবি ও তালিকাসহ মোট চারটি বিষয় তিন দিনের মধ্যে জানাতে সময় বেঁধে দেয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠি এখনো হাতে পায়নি টিআইবি।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এখনো আমাদের কাছে চিঠি আসেনি। আমাদের কাছে আসার আগেই গণমাধ্যমে সেটি পাঠানো হয়েছে। এটা মজার বিষয়।তিনি বলেন, এ প্রতিবেদনটির ব্যাপারে সরকার যে সক্রিয়তা দেখাচ্ছে; সব কাজে এমনটি হলে বাংলাদেশে সুশাসনের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের নিয়ম এবং সামর্থ্য অনুযায়ী সব তথ্য মন্ত্রণালয়ে দিয়ে দেব।সমপ্রতি টিআইবি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুর্নীতি তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এ রিপোর্টে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুর্নীতি তুলে ধরায় এ বিষয়ে মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে আগ্রহী। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্যাদি আগামী ১৭ জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।