সেমিতে নেদাল্যান্ডস
এসবিএন ডেস্ক শেষ পর্যন্ত পাড়লো না কোস্টারিকা। পেনাল্টি শুট আউটে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায়নেয় এবারের বিশ্বকাপে সাড়া জাগানো দলটি। বুধবার সাও পাওলোয় আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে মুখোমুখি হবে নেদাল্যান্ডস। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে ব্রাজিল বিশ্বকাপের সেমি-ফাইনালে গতবারের রানার্সআপ নেদাল্যান্ডস। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে কোস্টা রিকাকে ৪-৩গোলে হারিয়েছে লুই ফন গালের দল। শনিবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় ২২তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগটি পায় নেদারল্যান্ডস। কুইট কাছে থেকে বল পান মেমফিস ডিপাই। তিনি বল বাড়ান রবিন ফন পার্সিকে। কিন্তু সরাসরি কেইলর নাভাসের দিকে মেরে সুযোগ নষ্ট করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। আট মিনিট পর আবার সুযোগ আসে ডাচদের সামনে। পার্সির দারুন একটি পাস ডি বক্সের ভেতর থেকে নাভাসের দিকে মেরে দলকে হতাশায় পোড়ান ডিপাই। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে স্নাইডারের প্রি-কিক ঠেকিয়ে আবারো কোস্টা রিকার ত্রাতা নাভাস। ৮৩তম মিনিটে স্নেইডারের ফ্রি-কিক থেকে এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ডস। এবার ক্রসবারে লেগে বাইরে গেলে হতাশা পুড়তে হয় গালতাসারাই এই ফুটবলারকে। নির্ধারিত সময়ের এক মিনিট আগে চমৎকার একটি ক্রস দিয়েছিলেন স্নাইডার। পার্সি মাথা না পা ছোঁয়াবেন এই দ্বিধা করতে গিয়ে গোলের সহজতম সুযোগটি হারান ডাচরা। ১০৫ মিনিটে দারুন একটি সুযোগ পায় কোস্টা রিকা। মারকো উরেনার কাছ থেকে ডি বক্সে বল পান ক্রিস্তিয়ান বোলোনাস। কিন্তু ডিফেন্ডারকে এড়িয়ে শট নিতে পারেননি তিনি। পরের মিনিটে আরেকটি সুযোগ আসে মধ্য আমেরিকার দেশটির সামনে। ডি বক্স থেকে উরেনার শট কোনোমতে ঠেকান ইয়াসপার সিলেসেন। ১১৯তম মিনিটে আরেকবার স্নাইডারকে হতাশ করে ক্রসবার। ডি বক্সের বাইরে থেকে তার শটটি নাভাসকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে বাইরে চলে যায়। খেলা টাইব্রেকারের দিকে গড়ানোর ঠিক আগ মুহুর্তে নিয়মিত গোলরক্ষেক সিলেসেনের বদলে টিম ক্রুজকে নামান লুইস ফন গাল। বদলি হিসেবে নেমেই দুটি টাইব্রেকার আটকে নায়ক বনে যান এই গোলরক্ষক।
সেমিতে নেদাল্যান্ডস
Reviewed by spain bangla news
on
July 05, 2014
Rating: 5
