Latest News

সমুদ্রসীমা বিরোধ মামলায় বাংলাদেশের জয়'

এসবিএন ডেস্ক  পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, ভারত-বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক সালিশী আদালতের রায়ে বাংলাদেশের জয় হয়েছে। এই জয় বন্ধুত্বের জয়, বাংলাদেশের জয়। আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এএইচ মাহমুদ আলী জানান, এই রায় আনুমানিক ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার পেয়েছে বাংলাদেশ। 

তিনি জানান, রায়ের ফলে বাংলাদেশ এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সবধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌমত্ব পেয়েছে। 

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধের রায় দেয় নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com