Latest News

মিশরে সংঘর্ষে ১৭ মুরসি-সমর্থক নিহত

এসবিএন ডেস্ক : মিশরের সিনাই উপদ্বীপে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ ইসলামি জেহাদি নিহত হয়েছেন, যারা দেশটির সাবেক রাষ্ট্রপতি ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির সমর্থক বৃহস্পতিবার উপদ্বীপের ফিলিস্তিন সীমান্তের কাছাকাছি রাফাহ্ এলাকায় সংঘর্ষের সময় চার জেহাদিকে আটক করে সরকারি বাহিনী এছাড়াও বিদ্রোহীদের চারটি যানবাহনও ধ্বংস করা হয়েছেরাষ্ট্রপতি মুরসির ক্ষমতাচ্যুতির বার্ষিকীতে তার সমর্থকরা বিক্ষোভের ডাক দিলে সংঘর্ষের ঘটনা ঘটে মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই সিনাই উপদ্বীপসহ বিভিন্ন স্থানে তার সমর্থকরা বিক্ষোভ সরকারি বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে গত সপ্তাহেই সিনাইয়ের উত্তরে রাফাহ্ এল-আরিস এলাকায় মুরসি সমর্থকদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হনব্রাদারহুড নেতা মুরসি দেশটিকে গণতন্ত্র ফেরার পর প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কিন্তু এক বছরের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হন পরে দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ্ আল-সিসি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মুরসি এখন মিশরে আটক আছেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com