Latest News

খালেদা ক্ষমতায় গেলে সুরঞ্জিতের দুঃখ নেই

 এসবিএন ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যতকিছুই বলেন না কেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কারণ আওয়ামী লীগ আন্দোলনের হেড মাস্টার সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন সুরঞ্জিত বলেন, ‘আওয়ামী লীগ দুটি জায়গায় সফল একটি আন্দোলন অপরটি মুক্তিযুদ্ধ একা একা গণতন্ত্র হয় না এতে মত পথের ভিন্নতা থাকবে তাই ঈদের পরে যদি আপনারা (বিএনপি) আন্দোলনের নামে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে গণঅভ্যূত্থানের মাধ্যমে নামানোর চেষ্টা করেন তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গণতান্ত্রিক সরকারের প্রশাসনিক অঙ্গগুলো বসে থাকবে না তারা কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে তিনি বলেন, ‘এক দল বলে রোজার পরই আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করবো আরেকদল বলে আয় আমরাও মাঠে থাকবো আসলে এটা তো গণতান্ত্রিক ভাষা না আপনারা (বিএনপি) বলতে পারতেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার পতন করবো গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে শুধু সরকারি দলই কাজ করবে না বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে

আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, ‘খালেদা জিয়াকে অনুরোধ করবো গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে আপনি সরকারে ফিরে আসেন এতে যদি জনগণ আপনাদের গ্রহণ করে এবং আমরা বিরোধী দলে বসি তাতে কোনো দুঃখ নেই সাবেক এই মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে আজ বিশ্বায়নের রাজনীতির চালু হচ্ছে তাই বিএনপিকে উগ্র সাম্পদায়িক রাজনীতির সঙ্গে সম্পর্ক কমিয়ে বিশেষ করে জামায়াতের সংঘ ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন তাদের আন্দলনের কথা ভাবার চেয়ে রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে তিনি বলেন, ‘আর কতদিন আর্জেন্টিনার জয় হলে আমাদের জয় ব্রাজিলের পরাজয় হলে আমাদের পরাজয় হবে এভাবে আর কতদিন চলবে? ফুটবলে আমাদের নিজস্ব শক্তি গড়ে তোলা প্রয়োজন প্রতিটি থানায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ থাকা দরকার তাহলে আমরাও অনেক দূর এগিয়ে যাবো আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, আয়োজক সংগঠনের নেতা হুমায়ন কবির প্রমুখ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com