এসবিএন ডেস্ক : এ সরকার জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের
নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, ‘এ সরকার বিচারের নামে ষড়যন্ত্র করে জামায়াত নেতা
কাদের মোল্লাকে হত্যা করেছে। এখনো অনেক নেতা ফাঁসির রায় মাথায় নিয়ে কারাবরণ করছেন।
র্যাব-পুলিশকে তোয়াক্কা করি না, ঈদের পর জীবন দিয়ে সংগ্রাম করবো। সরকারের বিরুদ্ধে
যে কর্মসূচিই আসুক না কেন তা কঠোরভাবে পালন করতে হবে।’ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ঢাকা মহানগর
জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। মাওলানা হালিম বলেন, ‘গত পাঁচ বছরে আমাদের দলের অনেক নেতাকে মিথ্যা
মামলায় জড়ানো হয়েছে। অনেকে নিহত হয়েছেন। এখনো আমরা রাতে বাসায় ঘুমাতে পারি না।
সারাক্ষণ র্যাব-পুলিশ আমাদের পিছু তাড়া করে। তারপরও আমরা গত পাঁচ বছরে র্যাব-পুলিশকে
তোয়াক্কা না করে রাজপথে আন্দোলন করেছি।’ জামায়াতের এ নেতা বলেন, ‘আজকের ইফতার মাহফিলে যাদের থাকার কথা ছিল আজ তারা এখানে কেউ নেই।
ষড়যন্ত্রমূলকভাবে কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে।’ তিনি ফিলিস্তিনের গাজায় মোসলমানদের উপর ইসরায়েলী
বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘যারা জামায়াত মুক্ত দেশ গড়তে চান, তাদের জন্য আজকের ইফতার মাহফিলটি হচ্ছে সোচ্চার প্রতিবাদ।’ তিনি মহানগর জামায়াতকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘যারা আজকে ওপেন চলতে পারে না তারা সাংবাদিকদের
জন্য ইফতার আয়োজন করেছে।’ অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মধ্যে আরো বক্তব্য
রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, এমএ আজিজ, কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। ইফতার
অনুষ্ঠানে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।