Latest News

তথ্যমন্ত্রী ইনু এখন গডফাদার !!!

এসবিএন ডেস্ক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গড়ফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছে বিএনপি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্র নিধনের সরকারি কর্মসূচির বাস্তবায়নকারীদের একজন হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৯৭২-৭৫ এর জাসদের সশস্ত্র রাজনৈতিক কর্মকাণ্ডে ‘ট্রমাটাইজড’ শাসক দল আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তথ্যমন্ত্রী নিজেই এখন সন্ত্রাসী গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শুক্রবার ইসকন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ইনু ‘খালেদা জিয়াকে পৃথিবী থেকে দূর করতে হবে’ বলে যে মন্তব্য করেন তার জবাবে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে খুশি করে মন্ত্রিত্ব টেকাতে ইনু ‘দাগি আসামিদের’ মতো বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। সেই নেত্রীকে পৃথিবী থেকে দূর করতে চান তথ্যমন্ত্রী। সেটাই অবশ্য ইনুর জন্য স্বাভাবিক। রিজভী বলেন, সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার পাখা যখন ঝটপট করে তখন সেই ঝটপটানিকে অবাধ ও অবিরাম রাখার জন্য তথ্যমন্ত্রী সেই প্রতিহিংসার আগুনে ঘি ঢেলে দেন নানা বাক্যবাণ দিয়ে। এতে তার মন্ত্রিত্ব নিরাপদ হয়, আর জাসদ নিয়ে শাসক দলের ক্ষোভকে ভুলিয়ে দেয়া যায়। রিজভী বলেন, স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে ইনু এত নিচে নামছেন। লোভের জন্য নিজ দলের ২০ হাজার কর্মীর উৎসর্গকে যারা তাদেরই হত্যাকারীদের কাছে বিক্রি করে দিতে পারেন তাদের কাছে গণতন্ত্র, স্বাধীনতা কিংবা মানুষের কি মূল্য আছে? রিজভী আহমেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাসদের লড়াই-এ জনগণের সমর্থন ছিল। কিন্তু এখন নিজেদের মন্ত্রিত্বের লোভে, মন্ত্রিত্ব টেকাতে এ ধরনের আচরণ করার নজির পৃথিবীতে আর নেই। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমাদের আইনবিদরা এ নিয়ে পরামর্শ করছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এ সময় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরফত আলী সপু ও সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি উপস্থিত ছিলেন। 
ইনু রাজনৈতিক উন্মাদ -ছাত্রদল: এদিকে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ‘রাজনৈতিক উন্মাদ’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। গতকাল ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ তথ্যমন্ত্রী ইনুকে এই তকমা দেন। শুক্রবার রাজধানীর স্বামীবাগে হিন্দু সমপ্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পর্কে যে বক্তব্য দেন তার প্রতিক্রিয়ায় ছাত্রদল এ আখ্যা দেন। বিবৃতিতে নেতারা বলেন, নিজের দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ইনু এখন হাসিনার কাছে নাকে খত দিয়ে রাজনীতি করছেন। অবৈধ হাসিনা সরকারের মন্ত্রিত্বে আসীন হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আবোল-তাবোল না বকে সোজা পথে আসুন; তা না হলে এ দেশের ছাত্র জনতার প্রতিরোধের মুখে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com