Latest News

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ

 এসবিএন ডেস্ক.গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে লন্ডন, প্যারিস, অসলোসহ বিশ্বের বহু বড় শহরে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো প্রতিবাদী মানুষ অংশ নিয়েছে এসব বিক্ষোভে গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ পশ্চিমা বিভিন্ন দেশে এসব বিক্ষোভ হয়। তিউনিসিয়া, লেবানন, ইয়েমেন, মিসর, ইন্দোনেশিয়া, মরক্কো, জর্ডান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে গত কয়েক দিন ধরে গাজায় চলা ইসরায়েলি হামলায় ১২১ জন মানুষ নিহত হয়েছে এদিকে এত বিক্ষোভের পরও কোনো প্রতিক্রিয়া হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষের গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
লন্ডন
লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে সেখানে শত শত বিক্ষোভকারী জড়ো হয় তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার বিক্ষোভের সময় পশ্চিম লন্ডনের কেনসিংটন হাই স্ট্রিটে যানজট সৃষ্টি হয় একদল বিক্ষোভকারী একটি দ্বিতল বাসের ছাদে উঠে পড়েন বিক্ষোভকারীরা গাজায় চলমান হামলার অবসান এবং ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন বিক্ষোভ থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সময় কয়েকজন ইহুদিকেও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়
ওয়াশিংটন
গাজায় অব্যাহত হামলা হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েল দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভকারী ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন
মরক্কো

মরক্কোতে বিক্ষোভকারীরা ফিলিস্তিনির পতাকা বিক্ষোভে অংশ নেয় তারা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনির সমর্থনে নানা স্লোগান দেয়

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com