জয়নুল ইসলাম বার্মিংহাম. সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র রমজান উপলক্ষ্যে ব্রিটেনে প্রবাসীদের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা,সেহরী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে এডিনবরার স্থানীয় একটি রেস্টুরেন্টে উক্ত আলোচনা সভা,সেহরী ও দোয়া মাহফিলে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর সভাপতি আলহাজ্ব নুনু মিয়ার সভাপতিত্বে ও গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর সাধারন সম্পাদক কমিউনিটি নেতা নজরুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিনবরা শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও কমিউনিটি নেতা আল্হাজ আব্দুল মালিক,স্কটল্যান্ডর প্রবীন কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী,লর্ড শাহনূর চৌধুরী,সুরমা বাংলাদেশী কমিউনিটির সভাপতি লেবাস মিয়া,কমিউনিটি নেতা বদরুল হোসেন হারুন,স্কটল্যান্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী,স্কটল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জালাল আহমদ,স্কটল্যান্ড বিএনপির সভাপতি আব্দুল মুহিত খান বাদশা,সাধারন সম্পাদক এডভোকেট মোস্তফা মিয়া,মোবারক আলী,মহরম আলী,আহাদ উল্লাহ,স্কটল্যান্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন,গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর ট্রেজারার জাহাঙ্গীর কবির,জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে স্কটল্যান্ড শাখার সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সানচু,স্কটল্যান্ড বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মিয়া লিটন,ফরিদ আহমদ, আফজল বক্স, আলহাজ্ব রহিম খান, সেলিম মিয়া,জামিল মিয়া,সজীব মিয়া,লুথ্ফুর রহমান কামাল,আব্দুল হক,আব্দুল কালাম,এমদাদুল হক,আলহাজ্ব খসরু মিয়া, মামুনুর রশিদ, ফরিদ আহমদ,শামীম হোসেন, আনোয়ার বক্স, সৈয়দ কামাল আহমদ ,সুলতান মিয়া,আতাউর রহমান,মিজান চৌধুরী,বাবু মিয়া প্রমুখ । উক্ত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,সেহরী ও দোয়া মাহফিলে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর বিপুল সংখ্যক নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও সেহরী শেষে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা,সেহরী ও দোয়া মাহফিল
গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা,সেহরী ও দোয়া মাহফিল
Reviewed by spain bangla news
on
July 16, 2014
Rating: 5